লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাই উপজেলার মৌবাড়ী গ্রামে ঈদুল আযহার দিনে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত আহত ঘটনায় আজ মঙ্গলবার ঢাকায় চিকিৎসারত অবস্থায় আব্দুল মন্নাফ (৭০) এর মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা গেছে, লাখাই উপজেলার মৌবাড়ী গ্রামে শের আলী গ্রুপ ও আবরু মিয়া গ্রুপের মাঝে দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে ১০ জুলাই রোববার ঈদুল আযহা নামাজের আগে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় উভয় পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়। আহতের মাঝে আব্দুল মন্নাফের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে হবিগঞ্জ জেলা সদরে রেফার্ড করা হয়।
আব্দুল মন্নাফের অবস্থার অবনতি দেখা দিলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসা অব্স্থায় আজ মঙ্গলবার তার মৃত্যু হয়।
তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শের আলী গ্রুপের লোকজন আবরু মিয়ার গ্রুপের লোকজনের বাড়ী ঘর ভাংচুর করে।
খবর পেয়ে থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম মুড়িয়াউক বিট-অফিসার এস আই মিজানুল হক একদল পুলিশ ফোর্স সহ মৌবাড়ী গ্রামে পৌছে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

