পলাশবাড়ীতে খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে সরকারি আশ্রয়ণ প্রকল্পে ইউপি রাস্তার পাশে সরকারি খাস জমি থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে চিহ্নিত বালু ব্যবসায়ী জেনারুল মন্ডল।
সরেজমিনে জানা যায়, পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে সরকারি আশ্রয়ন প্রকল্পে ইউপি রাস্তার পাশে সরকারি খাস জমির গভীর থেকে শ্যালোমেশিন দিয়ে বালু উত্তোলন করছে অত্র এলাকার চিহ্নিত বালু ব্যবসায়ী জেনারুল মন্ডল।
স্থানীয়দের অভিযোগ, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন থেকে বীরদর্পে বালু উত্তোলন করছে তিনি।
এ ব্যাপারে বালু ব্যবসায়ী জেনারুল মন্ডল বলেন, আমি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে সরকারি খাস জমি থেকে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করে সরকারি আশ্রয়ন প্রকল্পে দিচ্ছি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন জানান, সরকারের প্রয়োজনে খাস জমির গভীর থেকে শ্যালোমেশিন দিয়েও বালু উত্তোলন করা যাবে।
তথ্যানুসন্ধানে জানা যায়, চিহ্নিত বালু ব্যাবসায়ী জেনারুল মিয়া দীর্ঘদিন থেকে অত্র ইউনিয়নের বিভিন্ন জায়গায় অবৈধভাবে শ্যালোমেশিন দিয়ে ভূমির গভীর থেকে বালু উত্তোলন করে আসছিল। বালু ব্যবসায়ী জেনারুল মিয়া আটঘরিয়া গ্রামের মৃত বাদশা মন্ডলের ছেলে।

