হবিগঞ্জে র‍্যাবের পৃথক অভিযান, গাঁজা সহ গ্রেপ্তার ১

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:১৮ PM, ১৭ জুলাই ২০২২

Spread the love
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জে গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ সিলেট।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর মাদক বিরোধী দুটি অভিযানে শনিবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট থানাধীন এলাকা থেকে সাড়ে ২১ কেজি গাঁজা উদ্ধার সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে।
অপরদিকে ওইদিন র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ- এর একটি আভিযানিক দল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাধীন এলাকা থেকে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী ব্রাহ্মনবাড়ীয়ার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের বাসিন্দা শরিফ মিয়ার ছেলে রুস্তম আলী (৩০)।
অপর এক অভিযানে ব্যাটালিয়ন সদর কোম্পানী, সিলেট এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানা দুটিতে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :