লাখাইয়ে আশ্রয়ণ কেন্দ্রে বসবাসরত পরিবারের খোঁজ নিলেন ইউএনও
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসরত পরিবারের খোঁজ খবর নিতে লাখাই উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন।
শনিবার (১৬ জুলাই) সাপ্তাহিক ছুটির দিনে গৃহহীন ও ভুমিহীন পরিবারের খোঁজ খবর নিতে লাখাই উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যান এবং তাদের কথাবার্তা শুনেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোতে বসবাসরত পরিবারগুলোর খোঁজ নেন লাখাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন। এ সময় পল্লী বিদ্যুতের এ জি এম শরীফুল ইসলাম ও তার সহকর্মীরাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার পরিবারগুলোর বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন ও কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করে দেন।

