লাখাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুগ্রুপে সংঘর্ষে আহত ১৫
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে দুগ্রুপে সংঘর্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, লাখাই উপজেলার ১নং ইউনিয়নের পূর্ব রুহিতনশী গ্রামে শরীফ উদ্দীনের গ্রুপের সাথে মিঠু মিয়ার লোকের বাচ্ছা ছেলেদের ঝগড়াকে কেন্দ্র করে আজ ১৬ জুলাই শনিবার সকাল ১০টায় দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গায় জড়িয়ে পরে।
এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আহতদের মাঝে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আহতরা হলেন- ফুল মিয়ার ছেলে নাজির মিয়া (৬০) শিরু মিয়ার ছেলে বাবুল মিয়া (১৭) মহিউদ্দিন মিয়ার ছেলে সাজিদ মিয়া (২২) মুখলেছুর রহমানের ছেলে নাহিদ মিয়া (২৪) শিব্বির আহমেদ (৩০) আব্দুর রহিমের ছেলে খোকন মিয়া (৩৮) মৃত শহিদ মিয়ার ছেলে মিনার উদ্দীন (৬০) আয়ুব আলীর ছেলে মাহবুবুর রহমান (৩২) মৃত নুর আলীর ছেলে আঃ হক (৬০) হারিছ মিয়ার ছেলে মোসতাকিম (২০) সেলিম মিয়া (৩২) সাদেক মিয়া (২২) মৃত রমিজ মিয়ার ছেলে তাউছ মিয়া (৫৫) মিনার উদ্দীনের ছেলে ইছামাইল (২১) দুলাই মিয়ার ছেলে মহিউদ্দিন (২৮)।
ঘটনার পর এলাকার লোকজনের সহায়তায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে যায় এবং আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে মর্মে হাসপাতাল সুত্রে জানা গেছে ।
৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় হবিগঞ্জ জেলা সদরে রেফার্ড করা হয়েছে মর্মে জানা যায়।
সুত্রে জানা যায়, পুলিশের ভয়ে আহতরা পালিয়েছে মর্মে সুত্র জানা যায়।
এ ব্যাপারে লাখাই স্বজন গ্রাম তদন্ত কেন্দ্রের এস আই শাজাহানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশ ফোর্স সহ ঘটনা স্থলে পৌছার আগেই সংঘর্ষ থেমে যায়।
লাখাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে ফোনে না পাওয়ায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

