দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৯
বগুড়া প্রতিনিধি;
বগুড়ার শেরপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৯ জন।
আহতদের চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগাবটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় হতাহত কারও নাম-পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনায় ঘটনাস্থলে ১জন নারীসহ ২জন নিহত হয়। পরে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
ঘটনাস্থেল দুইজন নিহতের বিষয়ে নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বানিউল আনাম।
তিনি জানান, নওগাঁ থেকে আসা নওগাঁ ট্রাভেলসের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে আসা আখী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও নিহতদের লাশ আমরা হেফাজতে নিয়েছি।
শজিমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বেলাল হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি একজন পুরুষ ও বয়স আনুমানিক ৩৫ বছর। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।

