এ্যাড. ছালেহ আহমেদ যুক্তরাষ্ট্রের অঙ্গ রাজ্য কানেক্টিকাট বিএনপির সহসভাপতি নির্বাচিত
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাই উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, মাননীয় দায়রা জজ আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, বর্ষিয়ান রাজনীতিবিদ, আলহাজ্ব এ্যাড: ছালেহ উদ্দিন আহমেদকে মার্কিন যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট অঙ্গরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছে।
তাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সহসভাপতি নিযুক্ত করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সংশ্লিষ্ট সকলের প্রতি।

