পলাশবাড়ীতে অফিস সহকারী জহুরুল ইসলামের বদলী বাতিলের দাবীতে শিক্ষকদের মানববন্ধন
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মো. জহুরুল ইসলামের বদলী বাতিলের দাবীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী জহুরুল ইসলাম একজন সৎ চরিত্রবান ও নিষ্ঠাবান উল্লেখ করে তার বদলী বাতিলের জোর দাবী জানান।
মানববন্ধনচলাকালে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, আটঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, ছোট ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ সরোয়ারদী, বড় শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আব্দুল আজিজ, পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে আরও বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুস ছালাম দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রাথমিক শিক্ষা অফিস দুর্নীতির আখরায় পরিণত হয়েছে। এমনকি যেসকল বিদ্যালয় দেড়-দুই লক্ষ করে টাকা বরাদ্দ পেয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ হাজার করে টাকা উৎকোচ গ্রহণ করা হয়েছে তিনি।
এছাড়াও বিভিন্ন বরাদ্দের টাকা উত্তোলনে শিক্ষা অফিস উৎকোচ গ্রহণ করে থাকে। এই সকল ঘুষ গ্রহণে বাঁধা প্রদান করার কারণেই হয়রানিমূলকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী জহুরুল ইসলামকে বদলী করা হয়েছে বলে জানান বক্তারা। তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নানা অনিয়ম ও দুর্নীতির সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান তারা।
অপরদিকে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিভিন্ন পত্র-পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ায় ৫ নভেম্বর বৃহস্পতিবার বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাহেদুল ইসলাম উপজেলা কাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলিয়া সরকারি প্রাথমিক ও জুনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরাদ্দের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

