গোবিন্দগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন ও সাঁওতাল সম্প্রদায়ের শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকী।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে উপজেলার ২নং কাটাবাড়ি ইউনিয়নের আদমপুর গ্রামে বাইসাইকেল বিতরণ করেন। বিতরণ শেষে তিনি সাঁওতাল শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং তাদের সাংস্কৃতিক বিকাশ, খেলা-ধূলার সুযোগ বৃদ্ধি ও সাঁওতালী ভাষা ও সংস্কৃতি রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও উপজেলার ১৩নং কামারদহ ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন মুজিবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার ৩২টি ঘর সরেজমিন পরিদর্শন করেন এবং বসবাসরত উপকারভোগিদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুখ দুঃখের কথা শোনেন।
এসময় গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. তুহিন হোসেনসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

