সিরাজগঞ্জে যানবাহনে ধীরগতি

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৫ PM, ০৮ জুলাই ২০২২

Spread the love

সিরাজগঞ্জ প্রতিনিধি;

সিরাজগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের ভুইয়াগাঁতী থেকে রয়হটি জোড়া ব্রিজ পর্যন্ত থেমে থেমে যানজট দেখা গেছে। থেমে থেমে যানজট কখনও দীর্ঘ জটে পরিণত হয়।

আজ শুক্রবার সকাল পৌনে ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা দীর্ঘ জটও দেখা যায়।

সিরাজগঞ্জ থেকে রংপুরগামী এক বাসের সুপারভাইজার জানান, সকাল সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ এমএ মতিন বাস টার্মিনাল থেকে রংপুরের উদ্দেশে বাস ছাড়ার পর ঢাকা-রংপুর মহাসড়কের ভুইয়াগাতী থেকে রয়হাটি পর্যন্ত ওই স্থানে দীর্ঘ যানজটে ঘণ্টাখানেক আটকা থাকতে হয়। এতে প্রচণ্ড গরমে যাত্রীরা নাকাল হয়ে পড়েন।

হাটিকুমরুল হাইওয়ে থানসার ওসি লুৎফর রহমান সকাল সোয়া ৯টার দিকে জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় মহাসড়কের মাঝখানে একটি ট্রাক বিকল হয়। ওই সময় ঢাকা-উত্তরাঞ্চমগামী যানবাহন হুড়োহুড়ি করে চলাচলের চেষ্টা করে। এ সময় কৃত্রিম যানজট সৃষ্টি হয়। পুলিশ যানজট নিরসনে চেষ্টা করায় অল্প সময়ের মধ্যে যানজট দূর হয়। যানবাহনের চাপ রয়েছে। গাড়ির পেছনে পেছনে গাড়ি যুক্ত থেকে চলাচল করছে।

আপনার মতামত লিখুন :