বগুড়ায় পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়,জরিমানা ৫০ হাজার
বগুড়া প্রতিনিধি;
বগুড়ায় কুরবানির হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে হাট ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেল পৌণে ৬টার দিকে বানানীর সুলতাগঞ্জ হাটে এই জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম অভিযানের নেতৃত্ব দেন।
তিনি সাংবাদিকদের বলেন, বনানীর সুলতাগঞ্জ হাটে সরকার নির্ধারিত হারের চাইতে বেশি হারে খাজনা আদায় করছিল ইজারাদার। এজন্য হাট ইজারাদারকে সাজেদুর রহমান শাহীনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানে খাজনার রশিদে টাকার পরিমাণ উল্লেখ এবং সরকারি হারে খাজনা আদায়ের জন্য হাটে মাইকিং করা হয়।
এসময় আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

