বেঈমানির ইতিহাস রচনা করেছে জিয়াউর রহমান; মেহের আফরোজ চুমকি এমপি
আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
বেঈমানির ইতিহাস রচনা করেছে জিয়াউর রহমান। বিভিন্ন যড়ষন্ত্র ও জাতীয় নেতাদের হত্যার মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসেছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সেনা অফিসারদের একই রাতে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ছিল জিয়াউর রহমান। এমনও হয়েছে যাকে ফাঁসি দেওয়ার কথা দিয়েছে অন্যজনকে। এটা জিয়াউর রহমানের ইতিহাস। হত্যা আর বেইমানি ইতিহাস। সে রাজাকার, আলবদরদের মন্ত্রী ও রাষ্ট্রদূত বানিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে। বঙ্গবন্ধুকে বাংলার মাটিতে খলনায়ক বানাতে চেয়েছে জিয়াউর রহমান। জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে বুধবার (৪ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায়
কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরীর পরিচালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পরিমল চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির উদ্দিন আহমেদ, অর্থবিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবিন হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি এসএম আলমগীর হোসেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লা প্রমুখ।
শেষে জাতীয় নেতাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল এবং তবারক বিতরণ করা হয় ।

