গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় শিশুসহ নিহত ২
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলাধীন গোবিন্দগঞ্জ-রাজাবিরাট আঞ্চলিক সড়কের উপজেলার ফাঁসিতলা নামকস্থানে রোববার দুপুর ২টার দিকে অটোরিক্সার ধাক্কায় আব্দুল্লাহ (৯) নামে এক মাদরাসায় পড়–য়া ছাত্র নিহত হয়েছে। নিহত আব্দুল্লাহ গুমানীগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের প্রবাসী বেলাল হোসেনের ছেলে। সে ফুলপুকুরিয় পদ্মপাড় মাদরাসায় পড়ত। মাদরাসা থেকে বাড়ী ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় সে।
অপর দিকে, ওইদিন সকাল ১১টার দিকে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নে শ্রীপুর (দিলালপুর) গ্রামের রাসেদুল ইসলাম (২৮) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। সে ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
স্থানীয়রা জানান, রাসেদুল ইসলাম বাড়ীর পাশে পুকুরে পানি সেচ দেওয়ার জন্য সেচ পাম্পের সংযোগ দিতে যায়। এসময় তারের লিকে হাত পড়লে তাতে আটকে গিয়ে ঘটনাস্থলেই রাসেদুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গুমানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ বিষয়টি নিশ্চিত করেন।

