কালীগঞ্জে যুব ও যুব মহিলাদের মাঝে ঋণের চেক বিতরণ
আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান-এই স্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে গাজীপুর কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ও যুব মহিলাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণপ্রাপ্ত ১২ জন যুব ও যুব মহিলাদের মাঝে ৮ লক্ষ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল আলম খান মাসুদ ও মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও সহ আরো অনেকে।
শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ১২ জন যুব ও যুব মহিলাদের মাঝে সর্বোচ্চ ৮০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

