গোবিন্দগঞ্জে নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২৪ AM, ২৮ জুন ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। এখানে দেশি-বিদেশি বিভিন্ন ব্যান্ডের সাবান, স্যাম্পু, লোশন, ফ্রেস ওয়াস, ক্রীম, তেল সহ নিত্যপ্রয়োজনীয় নকল পণ্য তৈরী করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মহিমাগঞ্জের শ্রীপতিপুর কর্মকার পাড়ার বাসিন্দা আহসান হাবীব চপল নিজ বাড়িতেই গড়ে তুলেছে এই নকল প্রসাধনী তৈরির কারখানা।

মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন নিজ বাড়িতেই এসব পণ্য তৈরি করে স্থানীয় সহ বিভিন্ন বাজারে বিক্রি করা হচ্ছে। আর এসব নকল পণ্য কিনে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ।

এসব নকল পণ্য ব্যবহারের ফলে দেখা দিতে পারে ক্যান্সার সহ নানা রোগ ব্যধি।

স্থানীয় সচেতন মহল কারখানাটি বন্ধ সহ কারখানা মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :