গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি ও আদিবাসী বাঙালী সংহতি পরিষদের যৌথ উদ্যোগে মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল ১১টা থেকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের উপজেলার কাটামোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে প্রায় ঘন্টাব্যাপি এ মানববন্ধনচলাকালে বক্তব্য দেন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, সহ সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, কোষাধ্যক্ষ গনেশ মুরমু ও দপ্তর সম্পাদক রাফায়েল হাজদা সহ আরো অনেকে। এরআগে মাদারপুর জয়পুরপাড়া থেকে ব্যানার, ফেস্টুন ও লাল পতাকা হাতে সহস্রাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়ক সহ ইক্ষুখামারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদারপুর জয়পুরপাড়ায় গিয়ে শেষ হয়।
বক্তারা বলেন, সাঁওতাল হত্যার চার বছর পেরিয়ে গেলেও আজও কোনো আসামীকে গ্রেপ্তার করা হয়নি। উক্ত ঘটনায় ৭দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আন্দোলনের অংশ হিসেবে ৩য়দিন চলছে। প্রশাসন তদন্তের নামে শুধু কালক্ষেপন করে চলেছেন। সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা আজও বাস্তবায়ন হয়নি। বক্তারা আরও বলেন, সাঁওতাল হত্যাকান্ডের সাথে জড়িতদের অতিদ্রুত গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর রংপুর চিনিকল কর্তৃপক্ষ পুলিশ নিয়ে সাহেবগঞ্জ ইক্ষুখামারে আখ কাটতে যান। এসময় সাঁওতালরা বাপ-দাদার জমি দাবী করে আখ কাটতে বাঁধা দেন। এতে চিনিকল শ্রমিক, পুলিশ ও সাঁওতালদের ত্রিমুখি সংঘর্ষ হয়। পুলিশের গুলিতে নিহত হন তিন সাঁওতাল। আহত হন উভয়পক্ষের প্রায় ৩০জন।

