গোবিন্দগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহি নিহত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:২৫ PM, ২৬ জুন ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহি বাসচাপায় আশিকুর রহমান ডিজু (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আশিকুর উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী এলাকার আবুল কাসেমের ছেলে।

স্থানীয়দের বরাতে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ আরিফ আনোয়ার জানান, আশিকুর মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ী থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি যাত্রীবাহি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আশিকুর রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আশিকুর রহমানের মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন :