পলাশবাড়ীতে বালুকাণ্ডের সংবাদ প্রকাশের পরও টনক নড়ে না সংশ্লিষ্টদের 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৫২ PM, ২২ জুন ২০২২

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পরও বালু উত্তোলন থেমে নেই। ইতিপূর্বে খবর প্রকাশিত হলেও অদৃশ্য কারণে কোন ব্যবস্থা গ্রহণ করেননি প্রশাসন।

পলাশবাড়ীর কাশিয়াবাড়ী ভূমি অফিসের প্রায় ১০০ গজ পশ্চিমে রাস্তা সংলগ্ন চিহ্নিত বালু ব্যবসায়ী এরশাদ মিয়া কর্তৃক শ্যালোমেশিন দিয়ে ভূমির গভীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে কাশিয়াবাড়ী ভূমি অফিসের পিছনে কাশিয়াবাড়ী গ্রামের মোহাম্মদ আলীর পুত্র আহসান মিয়া তার নিজ পুকুর থেকে অত্র এলাকার চিহ্নিত বালু ব্যবসায়ী এরশাদ মিয়ার শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন অব্যাহত রেখেছে। ভূমি অফিসের পাশেই অবৈধভাবে ভূমির গভীর থেকে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বালু উত্তোলন করা হচ্ছে মর্মে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রনজিৎ কুমারের সঠিক তৎপরোতা না থাকায় এলাকাবাসীর মাঝে নানা প্রশ্নের দেখা দিয়েছে।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রনজিৎ কুমারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বালু ব্যবসায়ী এরশাদকে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছি। এরপরেও যদি উত্তোলন করা হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভূমির গভীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ব্যাপারে চিহ্নিত বালু ব্যবসায়ী এরশাদ বলেন, আমি ম্যানেজ প্রক্রিয়ায় বালু উত্তোলন করি। আপনাদের কি করার আছে করেন।

আপনার মতামত লিখুন :