গোবিন্দগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:০৫ PM, ২০ জুন ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেনারুল (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ।

সোমবার সকালে খবর পেয়ে উপজেলার কোচাশহর ইউনিয়নের ধারাইকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের একটি পুকুর পাড়ের গাছের ডালে যুবকের মরদেহ ঝুলতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

সে ধারাইকান্দী গ্রামের আফসার আলীর ছেলে। এটি হত্যাকান্ড না আত্মহত্যা তা নিয়ে স্থানীয় মানুষের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ জানান, মেনারুল খুবই বিনয়ী ও ভদ্র একজন ছেলে। তার এমন মৃত্যু নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে এ বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।

আপনার মতামত লিখুন :