গোবিন্দগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি লতিফ সম্পাদক বাদু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ম-লীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খাঁন এমপি রোববার সকালে গাইবান্ধা সার্কিট হাউজে সম্মেলন কক্ষে উপজেলা কমিটির আংশিক ঘোষণা করেন। এতে মো. আব্দুল লতিফ প্রধানকে সভাপতি ও মো. মোকাদ্দেস আলী বাদুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
এর আগে শনিবার গোবিন্দগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি জাকারিয়া ইসলাম জুয়েল, আলতামাসুল ইসলাম শিল্পী, ডা. ইবনে আজিজ মো. নুরুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হীরু, আবু সুফিয়ান ম-ল, আর.র.ম. শরিফুল ইসলাম জর্জ, সাংগঠনিক সম্পাদক ভিপি সেকেন্দার আলী ম-ল, আনিছুর রহমান আনিছ, আব্দুল হান্নান আজাদ, প্রচার সম্পাদক শাহিন আকন্দ, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান মুন্নু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আল আরাফাত রাব্বী, মানব সম্পদ বিষয়ক সম্পাদক খালিদ আহমেদ চৌধুরী তুহিন ও মহিলা বিষয়ক সম্পাদক উম্মে জাহান স্মৃতি রিঙ্কু।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ম-লীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খাঁন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, বাংলাদেশ আওয়ামী লীগ সদস্য ও সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডঃ সফুরা বেগম রুমি, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, স্থানীয় এমপি প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার সহসভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু ও সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
প্রথম অধিবেশনে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খাঁন এমপিসহ অতিথিবুন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আতাউর রহমান সরকার।
প্রসঙ্গত, প্রার্থী হয়েছিলেন যারা- সভাপতি পদে- অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, সাবেক মেয়র আতাউর রহমান সরকার, অধ্যক্ষ আব্দুর নূর, কামরুল হাসান ফাহিয়ান, বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন ও শ্যামলেন্দু মোহন রায় প্রমুখ। সাধারণ সম্পাদক প্রার্থী- আব্দুল লতিফ প্রধান, মিয়া আসাদুজ্জামান হিরু ও জাকারিয়া ইসলাম জুয়েল প্রমুখ।
তবে সকল প্রার্থীর জল্পনা-কল্পনা মিটিয়ে সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল লতিফ প্রধানকে সভাপতি ও মোকাদ্দেস আলী বাদুকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

