স্মরণকালের প্রবলতর বন্যায় বিপর্যস্ত পূর্বাঞ্চল, দুর্দশায় বানভাসীরা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:২৭ PM, ১৮ জুন ২০২২

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

টানাবৃষ্টি আর উজানের ঢলে, গত ২৪ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বানের তোড়ে এখন বিপর্যস্ত সিলেট-সুনামগঞ্জসহ গোটা পূর্বাঞ্চল। বসতবাড়ী পানিতে তলিয়ে যাওয়া এবং পুরো জনপদ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এখন দিশেহারা দূর্গত এলাকার বাসিন্দারা। রাস্তাঘাট-রেললাইন কয়েকফুট পানির নিচে, থমকে গেছে যোগাযোগ ব্যবস্থায়। অন্যদিকে, উত্তরাঞ্চলেও ফুঁসে উঠছে বন্যার ব্যাপকতা। প্লাবিত এলাকায় আরও বাড়ছে পানি, নতুন করে তলিয়ে যাচ্ছে অনেক জায়গা।

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বানের কবলে সিলেট-সুনামগঞ্জসহ দেশের পূর্বাঞ্চল। টানা ভারিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়েছে পড়েছে এই জনপদ। বন্যার পানিতে ইতোমধ্যে সিলেট নগরীসহ জেলার প্রায় সকল এলাকাই প্লাবিত। রাস্তাঘাট-রেললাইন তলিয়ে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এছাড়া সিলেট এবং সুনামগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্দশায় পড়েছেন বাসিন্দারা।

এদিকে, পাহাড়ী ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী তিনটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। খাওরা নদীর বাঁধ ভেঙ্গে হু হু করে পানি ঢুকছে জনপদে। তলিয়ে যাচ্ছে বাড়িঘর-রাস্তাঘাট।

নেত্রকোনায়ও ব্যাপক আকার ধারণ করছে বন্যা। ঢাকা-মোহনগঞ্জ রেলপথের অতিথপুর ইসলামপুর স্টেশন এলাকায় কালভার্ট ভেঙে যাওয়ায়, বিচ্ছিন্ন হয়ে গেছে রেল যোগাযোগ।

ভারী বর্ষণ ও উজানের ঢলে শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার, শত শত গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হাজারো পরিবার। বানের তোড়ে ভেসে গেছে বহু মানুষের সহায়-সম্বলটুকু।

এছাড়া নেতাই নদীর বাঁধ ভেঙে, ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার তিনটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

অপরদিকে, ব্রহ্মপুত্রসহ উজানের নদ-নদীর ঢলে উত্তরাঞ্চলেও বন্যার ভয়াবহতা বাড়ছে। তিস্তা, ধরলা, ঘাঘট ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ছাপিয়ে কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার বেশির এলাকা প্লাবিত। গত ২৪ ঘন্টায় আরো বেড়েছে পানির উচ্চতা।

বাড়ি-ঘরে তলিয়ে যাওয়ায় চরাঞ্চলের অনেক পরিবার নৌকা ও বাঁশের মাচায় আশ্রয় নিয়ে দিন পার করছে। বন্যাদূর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানিসহ নানা সংকট দেখা দিয়েছে।

এছাড়া সিরাজগঞ্জের হার্ডপয়েন্টে বেড়েছে যমুনার পানি। এছাড়া ফুলজোড়,ইছামতি,করতোয়া ও বড়ালসহ অভ্যন্তরীণ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে অনেকে এলাকা। উজান থেকে নামে বানের পানি আরো বাড়তে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড।

আপনার মতামত লিখুন :