গাইবান্ধায় নানা অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৫৪ PM, ১৮ জুন ২০২২

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধা জেনারেল হাসপাতালের অনিয়ম দুর্নীতি বন্ধসহ চিকিৎসা ব্যবস্থার উন্নতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷

শনিবার (১৮ জুন) দুপুরে শহরের নাট্য সংস্থার সামনে মানববন্ধনের আয়োজন করে গাইবান্ধা নাগরিক মঞ্চ। এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নাগরিক মঞ্চ গাইবান্ধার আহবায়ক ও গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, জেলা জাসদ সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, জেলা ওয়ার্কার্স মার্কসবাদী কমিটির নেতা মৃণাল কান্তি বর্মণ ও অঞ্জলি রানী দেবীসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালের অনিয়ম দুর্নীতি বন্ধের দাবি জানান। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উন্নতির দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন :