গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের সম্মেলন সফল করতে মিছিল-সমাবেশ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সম্মেলন সফল করতে দলীয় নেতা-কর্মীদের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিদিনই বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সম্পৃক্ততায় মিছিলগুলো জনসমুদ্রে পরিণত হচ্ছে।
বুধবার (১৫ জুন) বিকালে জাতীয় সংসদ সদস্য প্রকোশলী মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও সাবেক মেয়র আতাউর রহমানের নেতৃত্বে একটি মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মন্ডলের সঞ্চালনায় নেতা-কর্মীরা বক্তৃতা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য ও উপজেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন আকন্দ, জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল শেখ সুমন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শফিউল আলম হিরু, রাজু সরকার ও ফরহাদ আলী প্রমুখ।
এর আগে গোবিন্দগঞ্জ সরকারী কলেজ মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মঞ্চ পরিদর্শন করেন নেতা-কর্মীরা।
উল্লেখ্য, আসছে ১৮ জুন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

