সাভারে সড়ক দুর্ঘটনায় আহত আরও এক বৈজ্ঞানিকের মৃত্যু
সাভার প্রতিনিধি;
সাভারের বলিয়ারপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত আরও এক নারী বৈজ্ঞানিক মারা গেছেন। গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পরমাণু শক্তি কমিশনের টেকনিক্যাল অফিসার আতিকুর রহমান।
এর আগে বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ বৈজ্ঞানিক কর্মকর্তাসহ ৬ জনের মৃত্যু হয়েছে।
নিহত ওই নারী বৈজ্ঞানিকের নাম ফারহানা ইসলাম নিপা (৩৫)। তিনি ঢাকার ধামরাই উপজেলার দ্বিমুখার উত্তর শিবপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে। ফারহানা স্বামী আরাফাত বিন ইউসুফের সঙ্গে রাজধানীর কল্যাণপুরে থেকে সাভারে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা (নিউক্লিয়ার সাইন্স) হিসেবে কাজ করতেন।
এছাড়া সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল সাইন্স ডিপার্টমেন্টের (৩৫ ব্যাচ) সাবেক শিক্ষার্থী ছিলেন এবং তার আড়াই বছরের একটি সন্তান রয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ টি এম ফয়েজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় নিপাকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙে যায় এবং মাথায় আঘাতের কারণে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
পরে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন তিনি।
প্রসঙ্গত, গত রোববার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের দুজন বিজ্ঞানী, প্রকৌশলীসহ ৬ জন নিহত হয়।

