গোবিন্দগঞ্জে হাতকড়াসহ পালানো আসামী ছয়দিন পর গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০১ PM, ০৫ জুন ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামী সামিউল ইসলামকে (২২) ছয়দিন পর গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। অবশেষে দীর্ঘ ৬ দিন পর অদ্য

রোববার (৫ জুন) দুপুরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমশপাড়া গ্রামের আবু বক্কর নামে এক ব্যক্তির বাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে মঙ্গলবার সকালে থানার সামনে পুলিশের গাড়ী থেকে নেমে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় আসামী। সে উপজেলার নাকাই ইউনিয়নের পোগইল (বালুয়াপাড়া) গ্রামের আব্দুল হালিমের ছেলে।

থানা সূত্রে জানা যায়, সামিউল ইসলাম তার শালিকাকে অপহরণ করে চাঁদপুরের মতলব থানা এলাকায় আত্মগোপন করে। উক্ত ঘটনায় সামিউলের শ্বশুর বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন। এই মামলার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে চাঁদপুরের মতলব থানা এলাকা থেকে আসামী সামিউল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামী নিয়ে মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ থানার সামনে পৌঁছায়। এসময় পুলিশের গাড়ী থেকে নেমে পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়।
ওইদিন পুলিশ এসল্ট ঘটনায় সামিউলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন।

আপনার মতামত লিখুন :