গোবিন্দগঞ্জে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন ইউনিয়নে গার্ডার সেতুর উদ্বোধন করেছেন জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
শনিবার (২৮ মে) দিনব্যাপি উপজেলার শিবপুর, তালুককানুপুর, ফুলবাড়ী, কাটাবাড়ী ইউনিয়নে ৬টি গার্ডার সেতুর উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলেক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান
আব্দুল লতিফ প্রধান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সহ স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ওইদিন তালুককানুপুর ইউনিয়নের চণ্ডিপুর গুচ্ছ গ্রাম প্রকল্পের রাস্তায়, দেবত্তর রামনাথপুর মোজার বাড়ীর পার্শ্বে ও কমলনারায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে মোট তিনটি; কাটাবাড়ী ইউপির ফুলাহার আশ্রয়ণ প্রকল্পের রাস্তায়; শিবপুর ইউপির হ্যাগারটাইর ঈদগাহ মাঠের রাস্তায় এবং ফুলবাড়ী ইউপির শাকপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে ঘোড়াঘাট রাস্তায় একটি সহ মোট ছয়টি গার্ডার সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ ছয়টি সেতুতে প্রায় ৫ কোটি টাকা নির্মাণ ব্যয় ধরা হয়েছে।
এর আগে গত শুক্রবার (২৭ মে) দিনভর জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী কামদিয়া ইউপির কামদিয়া দারুল উলুম আলিম মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর; দামগাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবনের উদ্বোধন ও দরবস্ত ইউপির কোমরপুর চারমাথা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের দ্বিতীয় তলা হতে চতুর্থ তলার নির্মাণ কাজের উদ্বোধন করেন।

