গোবিন্দগঞ্জে কলাগাছের ভেলা নিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৪৭ PM, ২৩ মে ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মঙ্গলবার বিকেলে পুকুরে কলাগাছের ভেলা নিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে আলিফ শেখ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার নাকাই ইউনিয়নের কালুগাড়ী গ্রামের জিয়াউর রহমান শেখের ছেলে।

প্রতিবেশী ও স্বজনরা জানান, বাড়ীর পাশের পুকুরের পানিতে কলাগাছের ভেলা নিয়ে খেলা করছিল আলিফসহ একদল শিশু। এক পর্যায়ে আলিফ শেখ পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। আলিফের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নাকাইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :