হবিগঞ্জের কবি আব্দুল হান্নান রেণুর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
আজিজুল হক সানু,হবিগঞ্জ :
অবহেলায় অসুস্থ বাহুবলের বিশিষ্ট সাংবাদিক,কলামিস্ট, গবেষক ও কবি আব্দুল হান্নান রেণু। হবিগঞ্জের বাহুবল উপজেলার মুগকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন ওই গুণীজন। তিনি কখনও রাজ অনুগ্রহের প্রত্যাশা করেননি ।
সারাজীবন নিভৃতে থেকেই সাহিত্যচর্চা করেছেন । সারা জীবন কাটিয়েছেন কবিতার সাধনায় । দেশ ও জাতীর কল্যাণে রয়েছে অসংখ্য অবদান। তিনি বাহুবল পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা এবং পুরস্কারপ্রাপ্ত কবি । যৌবনকালে দেশ ও জাতীর কল্যাণকর বহু কবিতা জাতীয় সহ এলাকাভিত্তিক পত্রিকায় ছাপার স্থান লাভ করেছে। এছাড়া, নিজের প্রস্তুতকৃত বিভিন্ন গুণীজনের জীবনী জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়েছে।
বিশেষ করে তাঁর শেষ জীবন কাটছে অসুখে ও নিঃসঙ্গতায় । সাহিত্য ও সাংবাদিকতায় ঝুঁকিপূর্ণ দায়িত্ববহনকালে বন্ধু সহ সুধী মহলের অভাব ছিল না। সহকর্মীদের প্রতি যেমন উদারমনার ছিলেন তেমনি আন্তরিক আর বিনয়ের অভাবও ছিল না। যেকোনো সমস্যা- সম্ভ্যাবনার বিষয়ে সর্বাধিক এগিয়ে থাকতেন। কালের আবর্তে তিনি যৌবন-শক্তি হারিয়ে এখন নানান রোগের যন্ত্রনায় নিজ বাড়ির বিছানায় কাতরাচ্ছেন।
দীর্ঘ ১ বছর যাবত এমন লোকের খবর কেউ নিয়েছেন কি-না সন্দেহ দেখা দিয়েছে। দিনদিন যেন সহকর্মীদের ভালাবাস হারাতে বসেছেন ওই কবি। সুচিকিৎসার অভাবে অসুস্থতার যন্ত্রনা চটপট করতে থাকলেও আলাপচারীতায় তিনি বললেন, সাংবাদিকরা ভাল আছেননি? লাইব্রেরিতে বই প্রেমিকেরা কি আগের মত আসেন? এমনকি, কয়েকজন সহকর্মীর নাম প্রকাশ করে বলেন-ওরা কেমন আছেন?। আশ্চর্য হলাম যে, যদিও ওই গুণীজনকে অনেকেই ভূলে রয়েছেন তবেঁ, তিনিতো ঠিকই খবর রাখার চেষ্টা করছেন।
নানান রোগে আক্রান্ত হয়ে বিছানায় কেটে গিয়েছে ১ বছর। বদলে গেছে অনেক কিছু । বদলে গেছে তাঁর স্মৃতি শক্তি। কিন্তু সুচিকিৎসার অভাবে সুস্থ জীবনে ফিরতে পারছেন না কবি। এমন গুণীজনকে সুস্থ করে তোলার মত কারও ভাববার সময় হয়তো নেই। ওই কবি ও সাহিত্যিকের মত আরও একজন সৃষ্টি হবে কি-না চিন্তার বিষয়।
অপরদিকে, আব্দু্ল হান্নান রেণুর মত একজন দেশপ্রেমী কবি,সাহিত্যিক, গবেষক ও কলামিস্টকে সুস্থ করে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসনিক দপ্তরের কর্তাগণের সুদৃষ্টি হস্তক্ষেপ একান্তই প্রয়োজন বলে অনেকেই মনে করছেন।

