হবিগঞ্জে মধ্যরাতে ট্রাক ভর্তি সয়াবিন তেল উদ্ধার
আজিজুল হক সানু, হবিগঞ্জ :
হবিগঞ্জের আজমিরীগঞ্জের লালমিয়া বাজারে ট্রাক ভর্তি ও গুদামজাত করা ৪ হাজার ৩’শ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। পরে জড়িত ২ জনের প্রত্যেককে ১০ হাজার করে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভাধীন লালমিয়া বাজারের জামেমসজিদ সংলগ্ন একই এলাকার নগর গ্রামের ফয়সল মিয়ার মালিকাধীন একটি গুদামে বিপুল পরিমাণ কার্টুনভর্তি সয়াবিন তেল গুদামজাত করে ব্যবসায়ী।
গতকাল রাত অনুমানিক ৮ টায় মজুদকৃত কার্টুনভর্তি সয়াবিন তেল অন্যত্র পাচারের উদ্দেশ্যে
একটি মালবাহী ট্রাকে (ঢাকা মেট্রো ন-১৭-৭১২৮) ভর্তি করে।
গোপন সূত্রে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক মিয়ার নেতৃত্বে সয়াবিন তেলের কার্টুনভর্তি ট্রাকটি আটক করে পুলিশের একটি টিম। গুদামের তালা খুলে আরও সয়াবিন তেল ভর্তি কার্টুন দেখতে পায়। পরে রাত ১২ টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্হলে আসেন। এসময় অভিযান চালিয়ে কার্টুনভর্তি ৪ হাজার ৩’শ লিটার সয়াবিন তেল জব্দ করে ও জড়িত পৌরসভাধীন সমীপুর গ্রামের বাসিন্দা মৃত- নিধু রায়ের পুত্র ও বাজারের রেডিমেট পোষাক ব্যবসায়ী সুমন রায় (৩৪) ও নগর গ্রামের দুলাল শুক্লবৈদ্যের পুত্র ও সেলুন ব্যবসায়ী নেপাল শুক্লবৈদ্যকে (৩২) আটক করে পুলিশ।
আটককৃত ওই দুই ব্যবসায়ী ও মজুদদারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে সহকারী কমিশনার ( ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।