হবিগঞ্জের বাহুবলে ভূমি সেবা সপ্তাহ পালন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৯ AM, ২০ মে ২০২২

Spread the love

আজিজুল হক সানু, হবিগঞ্জ :

হবিগঞ্জের বাহুবলে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা হলরুমে এ আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কোরআন তেলাওয়াত করেন, ইসমাইল মাহমুদ ফিরোজ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর  রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা আশকার আলী, সাংবাদিক সৈয়দ আব্দুল মান্নান, সোহেল আহমেদ কুটি,নুরুল ইসলাম নুর। অন্যানদের মাঝে বক্তব্য রাখেন, মিরপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ,আলমগীর কবির প্রমুখ।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোঃ রুহুল আমীন। এছাড়া, আলোচনা সভার পূর্বে একটি র‍্যালি উপজেলা পরিষদের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন :