দোকানীদের দখলে হবিগঞ্জের বাহুবল সদরস্থ ভিতর বাজার, ভোগান্তিতে পথচারী
আজিজুল হক সানু, হবিগঞ্জ :
দোকানীদের দখলীয় দশায় পরিণত হয়েছে হবিগঞ্জের বাহুবল সদরস্থ ভিতর বাজার। দোকানীরা নির্দিষ্ট সীমানা অতিক্রম করে অতিরিক্ত চলাচলের রাস্তায় বসিয়েছেন-ড্রাম,বস্তা ও জ্বালানি কাঠ সহ বিভিন্ন জিনিষপত্র। এতে পানি নিষ্কাশন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে।
মশিউর রহমান নামে এক পথচারী জানান, যেভাবে দোকান বাড়ানো হয়েছে তাতে যেন জনচলাচলের রাস্তা হাটে পরিণত হয়েছে।
জাকারিয়া নামে এক ক্রেতা জানান, প্রতিনিয়ত ক্রেতা-সাধারণের দুর্ভোগ পোহাতে হয়েছে।
একদিকে, দোকানীরা প্রায়ই মালবোঝাই গাড়ী রাস্তায় দাড়িয়ে রাখছেন, অপরদিকে, রাস্তায় বিভিন্ন সামগ্রী রাখার কারণে প্রস্ত ছোট হয়ে আসছে।
নাম প্রকাশ না করার শর্তে ভিতর বাজারের এক ব্যবসায়ী জানান, ফুটপাত দোকানের কারনে ময়লা-আবর্জনার সৃষ্টি হয়েছে। এছাড়া, অনেক দোকান মালিকেরাও রাখছেন সামগ্রী।
বাজারের ইজারদার শামীম আহমেদ জানান, বাহুবল ভিতর বাজারে অবৈধ দোকান ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে। অদৃশ্য মহলের ইশারায় দীর্ঘদিন যাবত অস্থায়ী হয়েও বৈধতার নমুনায় বসে আছেন এবং একাধিক ব্যক্তি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চলেছেন।
একাধিক ব্যক্তি জানান, বাজার মনিটরিং করা খুবই জরুরি। মনিটরিংয়ের কারণে বাড়ছে জনদুর্ভোগ ও রাস্তা দখল।

