গোবিন্দগঞ্জে ৯৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৩৯ PM, ১১ মে ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯৫ বোতল ফেনসিডিলসহ আতিকুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া বাঁশহাটি নামক এলাকায় যাত্রীবাহি তাজ পরিবহন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আতিকুল ইসলাম লালমনিরহাট সাত পাটকি মহেন্দ্রনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে।

জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার এসআই সঞ্জয় কুমার সাহা সঙ্গীয়ফোর্সসহ ঢাকা-রংপুর মহাসড়কের পৌর এলাকার বোয়ালিয়া বাশঁহাটি নামকস্থানে চেক পোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করছিলেন। এসময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী তাজ পরিবহনের একটি বাসে তল্লাশি করা হয়। তল্লাশিকালে বাসের যাত্রী আতিকুল ইসলামের কাছে থাকা ব্যাগ থেকে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন বলেন, মাদক কারবারি আতিকুল ইসলামের কাছ থেকে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। উক্ত ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :