পলাশবাড়ীতে প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে শিক্ষকের ভাতা আত্মসাতের অভিযোগ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৩৩ AM, ৩১ অক্টোবর ২০২০

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম শিক্ষকদের ভ্রমণ ভাতা বাবদ ৩ লক্ষ ৯৩ হাজার ৫ ‘শ ৪০ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম ২০১৯-২০২০ অর্থ বছরের প্রধান শিক্ষকদের ভ্রমণ ভাতার বিল বাবদ ১৯৪ জনের তালিকার বিপরীতে ৩ লক্ষ ৩০ হাজার ৫ শ’ ৪০ টাকা উত্তোলন করেন।

তিনি পূনরায় একই শিক্ষকের নাম দিয়ে ৩০ জনের নামের তালিকার বিপরীতে ৬৩ হাজার টাকাসহ মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৫শ’ ৪০ টাকা উত্তোলন করেন।

মাত্র কয়েকজন শিক্ষক নেতাকে এক হাজার করে টাকা দিয়েছে। বাকী শিক্ষকদের সমুদয় টাকা উপজেলা শিক্ষা অফিসার আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে পলাশবাড়ীর ভুক্তভোগী প্রধান শিক্ষকগণ উপজেলার সকল শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে শিক্ষা অফিসার আব্দুস সালামে সাথে যোগাযোগ করা হলে তিনি এনিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আপনার মতামত লিখুন :