পলাশবাড়ীতে জোরপূর্বক ধান কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের বাহিরডাঙ্গা গ্রামে জোরপূর্বক ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলামের সঙ্গে একই পাশবর্তী বাহিরডাঙ্গা গ্রামের বাবুল মিয়ার দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন পূর্বে শফিকুল ইসলামের ভোগদখলকৃত বাহিরডাঙ্গা মৌজার জেএল- ৬১ খতিয়ান-১৯৭ দাগ-১৪৫, ১৪৬ জমির পরিমান- ৯৯ শতক ও সাইনদহ মৌজার দাগ- ১১৮ জমি ৬১ শতক জমি নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে পিটিশন মামলা নং- ২৭২/২০২২ করা হয়। পিটিশন মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
পিটিশন মামলার প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে গত ২৮ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে সন্ত্রাসী কায়দায় কাস্তে ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ধান কাটতে যায় বাবলু মিয়া। খবর পেয়ে শফিকুল ও তার ভাইয়েরা জমিতে গিয়ে বাবলু মিয়া ও তার লোকজনদের ধান কাটতে নিষেধ করায় বাবলু ও তার লোকজন শফিকুল ও তার ভাইদের মারধর করে। এতে তারা গুরুতর আহত হন।
এ সুযোগে বাবলু মিয়ার লোকজন উল্লেখিত জমির মধ্যে হতে ৩০ শতক জমির ধান কেটে প্রতিপক্ষ বাবলু মিয়ার বাড়ীতে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ২৫ হাজার টাকা।
এরপর থেকে প্রতিপক্ষ বাবলু ও তার লোকজন শফিকুল ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধুমকি দিয়ে আসছে।
উক্ত ঘটনায় গত ২৮ এপ্রিল শফিকুল ইসলাম বাদী হয়ে বাবলু মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে বাবলু মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।

