পলাশবাড়ীতে কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:১৪ PM, ১৯ এপ্রিল ২০২২

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা কৃষকলীগ নেতৃবৃন্দ। ওইদিন বিকেলে স্থানীয় শহীদ মিনার চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদনি করে। পরে উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা কৃষকলীগ সভাপতি মহব্বত জান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, সাবেক সভাপতি আবু বকর প্রধান, সাবেক সহসভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহসভাপতি সাইফুলার রহমান চৌধুরী তোতা ও সাবেক কোষাধ্যক্ষ আব্দুল মজিদ বাবলু প্রমুখ।

সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষকলীগ লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম পাপুল। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :