ফুলছড়িতে ডেপুটি স্পিকারের সুস্থতা কামনায় দোয়া

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০৭ PM, ১৯ এপ্রিল ২০২২

Spread the love

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার ফুলছড়িতে ডেপুটি স্পিকারের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে গত সোমবার বিকেলে ফুলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সাংসদ এডভোকেট ফজলে রাব্বী মিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী।

গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশ্বিনী কুমার বর্মন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, মকবুল হোসেন, গজারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য জিহাদুর রহমান মওলা, ছাত্রলীগ নেতা রাকিবউদ্দৌলা রাজু প্রমুখ। পরে দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহন করেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া শারীরিক অসুস্থতার কারণে আমেরিকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আপনার মতামত লিখুন :