গোবিন্দগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোবিন্দগঞ্জ শাখার উদ্যোগে গত ১৫ এপ্রিল, মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী সরকার।
সমিতির উপজেলা শাখার সভাপতি মোঃ ময়েজ উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি রুহুল আমিন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মঞ্জুরুল হক সেলিম, সাধারণ সম্পাদক মির্জা মোঃ শওকত জ্জামান প্রধান, সহ-সভাপতি শাহনূর ইসলাম, সাজেদুল করিম কাজল, শাহ সুলতানুর রহমান, আনোয়ারুল ইসলাম, মাহমুদা মিতু, জাহেদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জাফর ইকবাল, শাহদতে হাবীব, শহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন সহকারি শিক্ষক মাওলানা আব্দুর রশিদ।

