পলাশবাড়ীতে মানসিক ভারসাম্যহীন ভাইয়ের জমি লিখে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে মানসিক ভারসাম্যহীন ছোট ভাইয়ের জমি লিখে নেয়ার প্রতিবাদে বড়ভাই কর্তৃক সংবাদ সম্মেলন করা হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের চকবালা গ্রামের মৃত আজিতুল্লাহ কবিরাজের ছেলে ফজলুল হক তার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা ৫ ভাই ও ৫ বোন। তার মধ্যে আমার ছোট ভাই আবুল কালাম আজাদ দীর্ঘ ৩০ বছর পূর্বে মানসিক রোগে আক্রান্ত হয়। সে মানসিক রোগী হওয়ার কারণে পর পর দুটি বিয়ে করানোর পর তার দুইটি স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। সে একজন নিঃসন্তান মানসিক রোগী। আমি তার ভরণপোষন চালিয়ে আসছি। দীর্ঘদিন চিকিৎসার পর ডাক্তারের চিকিৎসাপত্র অনুযায়ী সে প্রমানিত হয়েছে যে, আমার ছোট ভাই আবুল কালাম আজাদ একজন মানসিক রোগী।
এমতাবস্থায় ২১ মার্চ,২০২২ তারিখে আমার তিন ভাই জালাল, আমিন ও মজিদ যোগসাজশে সুকৌশলে মানসিক ভারসাম্যহীন আবুল কালাম আজাদকে ডেকে এনে তার অংশে সূত্রে প্রাপ্ত ১ একর ৭৯ শতক জমি প্রতারণা করে পলাশবাড়ী সাব-রেজিষ্টার অফিসে হেবার ঘোষণাপত্র দলিল করে নিয়ে তাকে সম্পদহীন করে। বিষয়টি জানতে পেরে বড় ভাই ফজলুল হক তার নিজ বাড়ীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
তিনি সংবাদ সম্মেলনে উক্ত হেবার ঘোষনা পত্র দলিল বাতিল করে মানসিক রোগী আবুল কালাম আজাদকে তার জমি ফিরিয়ে দেয়া সহ প্রতারণাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
