গাইবান্ধায় মাদক মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৪২ PM, ১৩ এপ্রিল ২০২২

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

মাদক মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাজু মিয়া (৪০) নামে একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে গাইবান্ধার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই রায় ঘোষণা করেন।
এসময় সাজু মিয়া আদালতে উপস্থিত ছিলেন। তার বাড়ি গোবিন্দগঞ্জ পৌরশহরের বুজরুক বোয়ালিয়া গ্রামে। নির্দোষ প্রমাণ হওয়ায় এই মামলা থেকে সিরাজুল ইসলাম নামে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহাম্মেদ প্রিন্স জানান, ২০১৮ সালে ২৫ নভেম্বর রাতে গোবিন্দগঞ্জের ন্যাংড়া বাজার থেকে কালিতলাগামী পাকা রাস্তায় মাদকদ্রব্য বিক্রির সময় ১০৫ পিস ইয়াবা ও ৬০ গ্রাম হেরোইনসহ সাজু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় সাজু মিয়াসহ দুই জনের নামে এবং অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। মামলার তদন্ত শেষে সাজু ও সিরাজুল ইসলাম নামে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

অ্যাডভোকেট ফারুক আহাম্মেদ প্রিন্স জানান আরও জানান, আদালত এই মামলার দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও শুনানি শেষে সাজু মিয়াকে আমুত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মামলার অপর আসামি সিরাজুল ইসলামকে খালাস দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :