গোবিন্দগঞ্জে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন, জরিমানা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২৮ PM, ০৯ এপ্রিল ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মহিমাগঞ্জ রোডস্থ তৈয়বা লাচ্চা কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় অনুমোদন ছাড়াই লাচ্চা সেমাই প্রস্তুত ও ভোক্তা অধিকার বিরোধী কার্যের অভিযোগে কারখানাটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সাময়িক বন্ধ রাখার আদেশ প্রদান করা হয়।

অপরদিকে ওইদিন কালিতলা এলাকায় অবস্থিত এসডি বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লংঘনের দায়ে একই আইনে এক লক্ষ দশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন। শনিবার পৃথক দুটি কাখানায় অভিযান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে যেসব সেমাই কারখানা, বেকারী সহ অন্যান্য কারখানা রয়েছে। পর্যায়ক্রমে সেসব কারখানায় অভিযান করা হবে।

আপনার মতামত লিখুন :