গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, ১৫ দিনের জেল

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৪৮ PM, ০৮ এপ্রিল ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে এক লাখ টাকা জরিমানা এবং এক ব্যবসায়ীকে ১৫ দিনের জেল দেওয়া হয়েছে। শুক্রবার উপজেলার কামদিয়া ইউনিয়নের বেসাইন গ্রামে সেবা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অনুমোদহীন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর অভিযোগে ফ্যাক্টরীর মালিক শ্রী সঞ্জয় চন্দ্র মোদককে (৩৫) এক লাখ পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় সঞ্জয় চন্দ্র জরিমানার অর্থ প্রদানে অপারগতা প্রকাশ করলে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

অপরদিকে উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামে করতোয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় চক রহিমাপুর গ্রামের রফিকুল ইসলাম বাদশাকে (৬৫) বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক করা হয়। আটক বাদশাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন বলেন, পৃথক অভিযানে দুই লাখ পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু বিস্কুট ফ্যাক্টরীর মালিক সঞ্জয় চন্দ্র জরিমানার অর্থ প্রদানে অস্বীকৃতি জানালে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সেইসাথে অনির্দিষ্ট সময়ের জন্য বিস্কুট ফ্যাক্টরী বন্ধ করে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :