গোবিন্দগঞ্জে বিদ্যুতায়িত হয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:১১ PM, ০৪ এপ্রিল ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুতায়িত হয়ে রায়হান (১২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কোমরপুর বাজারে অটবি ফার্নিচারের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান পাশবর্তী পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে। হাসবাড়ী বহুমুখি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়তো রায়হান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরেতে টনটনে অভাব দেখা দেওয়ায় রায়হান পড়াশোনার পাশাপাশি কোমরপুর বাজারে আব্দুস সালাম নামে এক ব্যক্তির অটবি ফার্নিচারে শ্রমিকের কাজ নেয়। গত দুমাস ধরে সেখানে কাজ করছিল রায়হান। কিন্তু বিধিবাম, কাজ করতে গিয়ে ফার্নিচারের দোকানে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় রায়হান।

খবর পেয়ে রায়জানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পরিবারের লোকজন বাড়ীতে নিয়ে যায়। রায়হানের মৃত্যুতে স্কুলের সহপাঠিরা সহ এলাকার লোকজন দেখতে বাড়ীতে ছুটে আসে। রায়হানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

আপনার মতামত লিখুন :