গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:০৩ PM, ২৭ মার্চ ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রসুলপুর গ্রামের মোঃ জিয়াউল হকের ছেলে মোঃ ওবায়দুল ইসলাম(২৩)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকাল সাড়ে ৪টার দিকে থানার এসআই আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স সহ গোবিন্দগঞ্জ থানাধীন বোয়ালিয়া মৌজাস্থ বাঁশহাটির পশ্চিম পাশ্বে ঢাকা-রংপুর মহাসড়কের পাকা রাস্তার ওপর সোনার মদিনা পরিবহনের বাস চেকিং করাকালে বাসযাত্রী মোঃ ওবায়দুল ইসলামকে (২৩) ৪০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। আটককৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. ইজার উদ্দিন জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :