গোবিন্দগঞ্জে নৌকা ডুবিয়ে বিদ্রোহী প্রার্থী বিজয়ী

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:১২ PM, ২১ মার্চ ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

চতুর্থ ধাপে সহিংসতায় স্থগিত হওয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারীভাবে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলাম বিজয়ী হয়েছেন।

সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে মহিমাগঞ্জ ইউনিয়নের শিংজানি একটি কেন্দ্রে ভোট গ্রহণ হয়।

সিংজানী কেন্দ্রে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলাম (চশমা) প্রতীকে ২ হাজার ১৪৭ ভোট, গোলাম কাদির মিঠু (আনারস) প্রতীকে ৬৯৯ ভোট, রুবেল আমিন শিমুল (মোটরসাইকেল) প্রতীকে ৪ ভোট এবং বাংলাদেশ আওয়ামীলীগের (নৌকা) প্রতীকে রেজোয়ানুর রহমান ৪৪ ভোট পেয়েছেন।

নির্বাচনে ১১টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলাম ৭ হাজার ১৫৭ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী গোলাম কাদির মিঠু আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৭৬০টি।

এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী রেজোয়ানুর রহমান ৫ হাজার ৩৪৬ ও রুবেল আমিন শিমুল পেয়েছেন ৪ হাজার ৬৯১ ভোট।

এর আগে গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে সহিংসতার কারণে ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। ভোট কারচুপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী গোলাম কাদির মিঠু সহ কয়েকজন প্রার্থী লিখিত দিলে একটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেন কমিশন। এরই প্রেক্ষিতে একটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :