মহানবীকে অবমাননার প্রতিবাদে গোবিন্দগঞ্জে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ
ডিবিসি প্রতিবেদক;
মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর ব্যাঙ্গাত্মক চিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইসলামী যুব আন্দোলনের ডাকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ইসলামী যুব আন্দোলনের মিছিলটি ঢাকা-রংপুর মহাসড়ক সহ পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে।
ইসলামী যুব আন্দোলন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মাছউদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, ইসলামী যুব আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য হাফেজ মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, ইসলামী আন্দোলন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসেন রাজু ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গোবিন্দগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা মেহেদী আল মারুফ সহ আরো অনেকে।
বক্তারা ফ্রন্সের প্রেসিডেন্টকে মুসলিম বিশ্বের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানান। সেইসাথে মুসলিম বিশ্বের সকলকে ফ্রান্সের পণ্য সামগ্রী বর্জন করারও আহবান জানানো হয়।এছাড়া ফ্রান্স নিঃশর্ত ক্ষমা না চাইলে সরকারের সাথে ফ্রান্সের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবীও জানান তারা।

