পলাশবাড়ী উপজেলা আ.লীগের সম্মেলন; শামিকুল ইসলাম লিপন সভাপতি, তৌহিদুল ইসলাম মন্ডল সাধারণ সম্পাদক

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:২৫ AM, ১৪ মার্চ ২০২২

Spread the love
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপনকে সভাপতি, তৌহিদুল ইসলাম মন্ডলকে সাধারণ সম্পাদক, অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতাকে সহ-সভাপতি, জাহাঙ্গীর আলম বাবুকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাহিবুল হাসান মুকিতকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
১৩ মার্চ দিনগত রাত ১১.৫০ ঘটিকার দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক এ কমিটি ঘোষণা করেন। এর আগে দুপুর ১২টায় সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সৈয়দ শামস-উল আলম হীরু। পলাশবাড়ী আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, এ্যাড. সফুরা বেগম রুমি, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম রুমি, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। সঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামিকুল ইসলাম লিপন।

আপনার মতামত লিখুন :