পলাশবাড়ীতে পরিবার পরিকল্পনা কেন্দ্রে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৫ PM, ২৮ ফেব্রুয়ারী ২০২২

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী পরিবার পরিকল্পনা কেন্দ্রটি নিজেই অসুস্থ হয়ে পড়েছেন। পরিবার পরিকল্পনা কেন্দ্রটির চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উক্ত ইউনিয়নসহ আশেপাশের প্রায় লক্ষাধিক মানুষ। ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রটি দুর থেকে দেখে মনে হবে গরু রাখাল গোয়াল ঘর। এছাড়ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজমান করছে।

সরকারি বিধি মোতাবেক সকাল ৯টার সময় উপ-স্বাস্থ্য কেন্দ্রটি খোলার নিয়ম থাকলেও ১০টা ৪৫ মিনিটেও কেন্দ্রটি খোলা হয়নি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সরেজমিনে কেন্দ্রটিতে গিয়ে স্বাস্থ্য সেবা কেন্দ্রটি বন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়।

কেন্দ্রটিতে ইনচার্জসহ তিনটি পদে লোকবল রয়েছে। অথচ একজনও উপস্থিত নেই। পরিবার পরিকল্পনা কেন্দ্রটিতে চিকিৎসা নিতে আসা লোকজন ফিরে যাচ্ছে। এদিকে স্বাস্থ্য কেন্দ্রটি ঘিরে রেখেছে গরু ছাগল।

এ ব্যাপারে কেন্দ্রটির দায়িত্বরত ইনচার্জ নিলুফা ইয়েসমিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি জরুরি কাজে হাসপাতালে যাচ্ছি। তবে আরও দু’জন সহকর্মী রয়েছে তারা কি কারণে যায়নি তা আমি বলতে পারছিনা।

স্থানীয় ও চিকিৎসা নিতে আসা জনসাধারণ জানান, কেন্দ্রটিতে ঠিক ভাবে চিকিৎসা প্রদান করা হয় না। এখানে যারা চাকুরী করেন তারাও সময়মত পরিবার পরিকল্পনা কেন্দ্রটিতে আসেন না।

আপনার মতামত লিখুন :