পলাশবাড়ীতে অবৈধভাবে বালু তোলার দায়ে ৪টি ড্রেজার মেশিন ধ্বংস 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:২৩ PM, ০৭ ফেব্রুয়ারী ২০২২

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে নদী থেকে শ্যালো মেশিন দিয়ে বালু তোলার দায়ে শ্যালো মেশিন ও পাইপ ধ্বংস করে দেওয়া হয়েছে। সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন- এর উপস্থিতিতে সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের করতোয়া নদীতে বালু উত্তোলনকালে দুটি পয়েন্টে ৪টি শ্যালো মেশিন ও পাইপ ভেঙে ফেলা হয়েছে ৷

জানা যায়, ওই এলাকার বালু ব‍্যবসায়ী কামাল ও শাফিউল দীর্ঘদিন থেকে কিশোরগাড়ী ইউনিয়নের করতোয়া নদী, কৃষি জমি, পুকুর, পাকা রাস্তা, স্কুল, বাঁধের সন্নিকট থেকে মেশিন দিয়ে বালু উত্তোলন করে ব‍্যবসা করে আসছিল। এ খবর বিভিন্ন গণমাধ্যমে আসার পর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের নির্দেশক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশবাড়ী থানা পুলিশের সহযোগিতায় ৪টি মেশিনসহ পাইপ অকেজো করে দেওয়া হয়।

বালু উত্তোলনকারী কামালের বাড়ী কিশোৱগাড়ী ইউনিয়নের চকবালা গ্রামের গলদহ পাড়ায় ও শাফিউলের বাড়ী একই ইউনিয়নের তেকানি গ্রামে।

আপনার মতামত লিখুন :