গোবিন্দগঞ্জে শিক্ষা অফিসারের নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:১৩ PM, ২৪ জানুয়ারী ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

গোবিন্দগঞ্জ সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মতিন মোল্লা। এছাড়াও বক্তব্য রাখেন, জেএসডি উপজেলা সভাপতি আইয়ুব হোসেন সরকার, উপজেলা বাসদ আহ্বায়ক গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, বিশিষ্ট সাংবাদিক শাহ আলম সরকার সাজু, শ্রমিক নেতা সাহারুল আলম সরকার ও উপজেলা যুব মৈত্রী সাংগঠনিক সম্পাদক মুকুল মিয়া প্রমুখ।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী দীর্ঘদিন ধরে নানা অনিয়ম-দুর্নীতি করে আসছেন। তিনি অসাদচারণ ও স্বজনপ্রীতিসহ নানা কর্মকাণ্ডের সাথে জড়িত। মানববন্ধনে ঘুষ-বাণিজ্যের পাশাপাশি ডিজিটাল হাজিরা মেশিন ক্রয়, স্কুল সংস্কারে স্লিপ প্রকল্প ও নতুন স্কুলের কোড খোলাসহ প্রাক-প্রাথমিক ওয়াশ ব্লক বরাদ্দে অর্থ আদায়সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। অবিলম্বে রমজান আলীর অনিয়ম-দুর্নীতির তদন্ত করে দ্রুত অপসারণসহ তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা।

আপনার মতামত লিখুন :