ঘোড়াঘাটে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ঘোড়াঘাটে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ২’শ গ্রাম গাঁজা।
শুক্রবার (২১ জানুয়ারী) সন্ধায় উপজেলার বুলাকীপুর ইউপির বলগাড়ী গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী হলো, আব্দুর রাজ্জাক (৬৮)। তিনি বলগাড়ী-গোপালপুর গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে।
পরে পুলিশ বাদী হয়ে শুক্রবার রাতেই পুলিশ বাদী হয়ে ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।
মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) খুরশীদ আলম জানান, জমজমাট গাঁজা বেচাকেনা হচ্ছে, এমন খবর পেয়ে শুক্রবার সন্ধায় মাদক ব্যবসায়ী রাজ্জাকের বাড়িতে অভিযান চালায় তারা। পরে তার বাড়ির উঠোন থেকে তাকে আটক করে তল্লাশী করলে ২’শ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, দীর্ঘদিন থেকেই আটক ব্যক্তি মাদক ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন আছে। শনিবার সকালে তাকে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

